আগামীকাল খুলবে পার্সেল রহস্য

RBN Web Desk: হঠাৎ করে নিজের নামে একটা দুটো পার্সেল এসে হাজির হলে উপহার ভেবে আনন্দ হওয়াই স্বাভাবিক। কিন্তু দিনের পর দিন কোনও অজানা ঠিকানা থেকে যদি কোনও পার্সেল আসতে থাকে তাহলে সেই আনন্দ বদলে যায় আতঙ্কে। সেই পার্সেলের রহস্য এবার খুলতে চলেছে। আগামীকাল মুক্তি পাবে পরিচালক ইন্দ্রাশিস আচার্যর ছবি ‘পার্সেল’। ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, শাশ্বত চট্টোপাধ্যায়, শ্রীলা মজুমদার, অম্বরীশ ভট্টাচার্য, অনিন্দ্য চট্টোপাধ্যায়, তিয়াসা দাশগুপ্ত ও দামিনী বসু। 

ছবির কাহিনী চিকিৎসক দম্পতি নন্দিনী (ঋতুপর্ণা) ও শৌভিককে (শাশ্বত) নিয়ে। নন্দিনী কিছুদিন হলো ডাক্তারি থেকে সাময়িক অবসর নিয়েছে। এমন এক সময়ে তার কাছে কোনও এক অজানা ঠিকানা থেকে প্রায়ই একটা পার্সেল আসতে শুরু করে। তার ছোটবেলার নানা ছবি পাঠিয়ে প্রেরক যেন কোনও কিছু মনে করিয়ে দিতে চায় নন্দিনীকে। এভাবে কেউ তাকে ব্ল্যাকমেল করতে চাইছে কিনা তাও বুঝতে পারে না নন্দিনী। এদিকে শৌভিকের হাসপাতালে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে ক্রমশ তার দিকে আঙুল উঠতে থাকে। উন্মত্ত জনতা হাসপাতাল ভাঙচুর করে। ঘরে বাইরে এমন উটকো বিপর্যয়ের মুখে পড়ে কোণঠাসা হতে থাকে নন্দিনী ও শৌভিক। কীভাবে তাদের সমস্যার সমাধান হবে, সেই নিয়েই এই ছবি। 

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

ইন্দ্রাশিসের মতে ‘পার্সেল’কে শুধু থ্রিলার বললে ভুল হবে। তিনি জানালেন, “এই ছবিকে কিছু দিক থেকে সাইকোলজিক্যাল থ্রিলার বলা যেতে পারে। আসলে নিজের মতো করে একটা সিনেম্যাটিক ভাষা দিতে চেয়েছি, যেটা মনে হয় বাংলা ছবিতে আগে কেউ দেখায়নি। গোটা ছবি জুড়ে একটা ভয়ের আবহ থাকবে। আসলে যত দিন যাচ্ছে মানুষ আরও একা হয়ে যাচ্ছে। এটারই একটা বিশেষ দিক আমরা দেখিয়েছি। তবে আমার আগের দুটো ছবির থেকে এটা অনেক বেশি মনস্তাত্বিক।” 

একাধিক চলচ্চিত্র উৎসবে ইতিমধ্যেই প্রদর্শিত হয়েছে ‘পার্সেল’। ২০১৯-এর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে হীরালাল সেন স্মৃতি পুরস্কারে সম্মানিত হয়েছে ছবিটি। 

ছবির চিত্রগ্রহণের দায়িত্বে রয়েছেন শান্তনু দে, সঙ্গীত পরিচালনা করেছেন জয় সরকার। শ্রীলা ও ঋতুপর্ণার কণ্ঠে দুটি গানও রয়েছে ছবিতে।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *