সম্প্রচার শুরুর তারিখ ঘোষণা করল চ্যানেল

RBN Web Desk: অপেক্ষার অবসান। ঘোষণা করা হলো ‘পাণ্ডব গোয়েন্দা’ ধারাবাহিকের সম্প্রচার শুরুর তারিখ। কিছুদিন আগেই মুক্তি পেয়েছিল এই ধারাবাহিকটির প্রোমো। ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় রচিত অন্যতম জনপ্রিয় এই থ্রিলার সিরিজ় এবার আসছে টেলিভিশনের পর্দায়। মূলত থ্রিলার প্রেমী বাঙালি পাঠককূলের কথা মাথায় রেখেই এই ধারাবাহিকটির আগমন।

ছোটবেলা থেকেই কোনওকিছুতে হার না মানা একদল কিশোর-কিশোরীর বিভিন্ন রহস্য অভিযানের সাক্ষী প্রায় সকলেই। বাবলু, বিলু, বাচ্চু, বিচ্ছুু, ভোম্বল এই পাঁচ বন্ধু এবং তাদের সঙ্গী পোষ্য পঞ্চুকে নিয়েই তৈরি ‘পাণ্ডব গোয়েন্দা’র দল। দলের প্রত্যেকেই হাওড়ার বাসিন্দা এবং তাদের সমস্ত আলোচনার কেন্দ্রবিন্দু হলো মিত্তিরদের বাগানবাড়ি। বয়স বাড়ার সঙ্গে-সঙ্গে, রহস্যের গন্ধে, দুষ্কৃতী দমনের উদ্দেশ্যে এরা পাড়ি দিয়েছে ভারতের বিভিন্ন প্রান্তে। ছোটগল্প দিয়ে শুরু হলেও ধীরে-ধীরে দীর্ঘ উপন্যাসও লেখা হয়েছে এদের নিয়ে। ‘পাণ্ডব গোয়েন্দা’কে নিয়ে তিরিশটিরও বেশি বই লিখেছেন ষষ্ঠীপদ। 

আরও পড়ুন: যন্তর মন্তর কক্ষের নেপথ্যে

‘পাণ্ডব গোয়েন্দা’ ধারাবাহিকে বাবলুর চরিত্রে অভিনয় করছেন রব দে। এর আগে ‘নেতাজি’ ধারাবাহিকে সুভাষচন্দ্র বসুর ভাইপো শিশিরকুমার বসুর ভূমিকায় অভিনয় করেছিলেন তিনি। বিলুর ভূমিকায় থাকছেন ঋষভ চক্রবর্তী, ভোম্বলের চরিত্রে ময়ূখ চট্টোপাধ্যায়। দুই বোন বাচ্চু-বিচ্ছুর ভূমিকায় দেখা যাবে অনুমিতা দত্ত ও শ্রীতমা মিত্রকে। রব ছাড়া প্রত্যেকেই নতুন। তাই তাদের অভিনয়ের দ্বারা ‘পাণ্ডব গোয়েন্দা’র কতটা বাস্তবায়ন সম্ভব তা সময়ই বলবে।

৭ সেপ্টেম্বর থেকে জ়ি বাংলায় শুরু হতে চলেছে ‘পাণ্ডব গোয়েন্দা’।

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *