ফেলুদা হিসেবে কাকে দেখতে চান? দর্শকের কাছে মতামত চাইলেন সৃজিত

RBN Web Desk: পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে আবারও ওয়েব সিরিজ়ে আসছে সত্যজিৎ রায় সৃষ্ট গোয়েন্দা চরিত্র প্রদোষ চন্দ্র মিত্র ওরফে ফেলুদা। ৫ নভেম্বর এই ঘোষণার সময় সৃজিত এও জানান যে ‘ছিন্নমস্তার অভিশাপ’ ও ‘যত কান্ড কাঠমান্ডুতে’ গল্প দুটি নিয়ে কাজ করতে চলেছেন তিনি। ডিসেম্বরে এই সিরিজ়ের কাজ শুরু হবে বলে জানিয়েছেন পরিচালক যা দেখা যাবে একটি জনপ্রিয় ওয়েব মাধ্যমে।

‘ফেলুদা ফেরত’ নামের এই সিরিজ়টি ঘোষণা করার পরপরই সোশ্যাল মিডিয়ায় ফেলু ভক্তদের মধ্যে জল্পনার ঝড় বয়ে গেছে, কে হবেন নতুন ফেলুদা তাই নিয়ে। সৃজিত নিজে জানিয়েছেন যে ফেলুদার চরিত্রে অভিনয়ের জন্য তাঁর পছন্দের তালিকায় রয়েছেন আবির চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, টোটা রায়চৌধুরী ও ইন্দ্রনীল সেনগুপ্ত। এছাড়াও জানা গেছে যে জটায়ুর ভূমিকায় থাকবেন ‘একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী। তোপসের ভূমিকায় কে থাকবেন সেই নিয়ে এখনও কিছু জানা যায়নি।

আরও পড়ুন: নন্দন সহ আরও ১৫টি প্রেক্ষাগৃহে এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

সম্ভবত সোশ্যাল মিডিয়ার জল্পনার জেরেই সৃজিত আজ সকালে টুইট করে ফেলু ভক্তদের কাছেই জানতে চেয়েছেন যে তাঁরা ফেলুদা হিসেবে কাকে দেখতে চান। গতকাল অবধি যেখানে সবচেয়ে বেশি শোনা যাচ্ছিল অনির্বাণ ভট্টাচার্যের নাম, সেখানে সৃজিতের সৃষ্ট পোলে দেখা যাচ্ছে তাঁর থেকে কিছুটা হলেও এই মুহূর্তে এগিয়ে রয়েছেন আবির। যদিও এ কথা সৃজিত বলেননি যে যিনি বেশি ভোট পাবেন তাঁকেই তিনি ফেলুদা হিসেবে নির্বাচন করবেন। তবে অনির্বাণ ভট্টাচার্যের সঙ্গে অন্য একটি ওয়েব মাধ্যমের কিছু চুক্তি রয়েছে। তাই কিছুটা হলেও আবিরের দিকেই পাল্লা ভারী বলে ধারণা করা হচ্ছে।

তবে এসবের মধ্যে আরও একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ‘যত কান্ড কাঠমান্ডুতে’ ফেলুদার সঙ্গে মগনলাল মেঘরাজের দ্বিতীয়বার সাক্ষাৎ। মগনলালের নিষ্ঠুরতার নমুনা রয়েছে গোটা গল্প জুড়ে। অতএব ফেলুদার মতোই বা তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কাজ হলো মগনলালের নির্বাচন, কেন না এই চরিত্রে দর্শক উৎপল দত্তকে দেখার পরে আর কোনও অভিনেতাকে সহজে মেনে নেবেন না। যদিও পরিচালক বা প্রযোজক সংস্থার দিক থেকে এই নিয়ে এখনও কিছু ঘোষণা করা হয়নি।

ছবি: সবুজ দাস

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

One thought on “ফেলুদা হিসেবে কাকে দেখতে চান? দর্শকের কাছে মতামত চাইলেন সৃজিত

  • দেখা যাক ……সময়ই সব বলবে ॥

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *