পেশাদার গোয়েন্দা নয়, ভুলও করে দময়ন্তী

RBN Web Desk: দুর্গাপুজো মানে নারীশক্তির আরাধনা। সেই শক্তির জয়গাথাকে সামনে রেখে পুজোয় মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ় ‘দময়ন্তী’। পরিচালক অরিত্র সেন ও রোহন ঘোষের এই সিরিজটি লেখক মনোজ সেনের মহিলা গোয়েন্দা চরিত্র দময়ন্তী দত্তগুপ্তর কাহিনী অবলম্বনে নির্মিত। সিরিজ়ের নামভূমিকায় অভিনয় করেছেন তুহিনা দাস। দময়ন্তীর স্বামী সমেরেশের চরিত্রে রয়েছেন ইন্দ্রাশিস রায়। অন্যান্য ভূমিকায় রয়েছেন সৌম্য বন্দ্যোপাধ্যায়, চান্দ্রেয়ী ঘোষ, অমৃতা চট্টোপাধ্যায়, গৌতম পুরকায়স্থ ও অর্পণ ঘোষাল। 

বাংলা ছবি, সিরিজ়ে বা ধারাবাহিকে পুরুষ গোয়েন্দারা যতটা লাইমলাইটে থাকেন মহিলা রহস্যভেদীরা সেভাবে গুরুত্ব পান না। বাংলা সাহিত্যে মহিলা গোয়েন্দার সংখ্যা কম হওয়াও এর অন্যতম কারণ। তাই ছবির ক্ষেত্রে রাঙাপিসী ও মিতিনমাসি এবং ধারাবাহিকের ক্ষেত্রে গোয়েন্দা গিন্নী ছাড়া তেমন কোনও মনে রাখার মতো মহিলা গোয়েন্দা এতদিন পাওয়া যায়নি। সেই ফাঁকা জায়গা পূরণ করতে আসরে এলেন ইতিহাসের অধ্যাপিকা ও শখের গোয়েন্দা ‘দময়ন্তী’। 

প্রথমবার গোয়েন্দা চরিত্রে অভিনয় করে উচ্ছ্বসিত তুহিনা রেডিওবাংলানেট-কে জানালেন, “মহিলা ডিটেকটিভ চরিত্র, বাঙালি যেরকম ভালোবাসে, যে কেউ এরকম চরিত্র করতে চাইবে। এরকম সুযোগ খুব একটা পাওয়া যায় না। তবে দময়ন্তী পেশাদার গোয়েন্দা নয়। তাই সে নিখুঁত নয়। সে ভুল করে। দময়ন্তী অনেক বেশি মানবিক। আমার মনে হয়েছে যে কোনও পেশাদার গোয়েন্দার চাইতে রক্তমাংসের মানুষ দময়ন্তীর সঙ্গে দর্শক নিজেকে রিলেট করবেন। দময়ন্তী খুব সংবেদনশীল একটা মেয়ে। তার চিন্তাভাবনার প্রসেসটা বুঝতে অরিত্র ও রোহনই সাহায্য করেছিল।” 

আরও পড়ুন: সব কান্নার শব্দ হয় না, বেজে উঠল পটদীপ

এই সিরজ়ের শুটিং হয়েছে মূলত কলকাতায় ও শান্তিনিকেতনে। দময়ন্তী ও তার স্বামী সমরেশের দার্জিলিং বেড়াতে যাবার দৃশ্যের জন্য আউটডোরের প্রয়োজন থাকলেও, দার্জিলিংয়ে বুকিং পাওয়া যায়নি। তাই সেই দৃশ্যগুলি শান্তিনিকেতনে শুট করা হয়। 

“সমরেশের মধ্যে কোনওরকম ডিটেকটিভ সত্বা নেই। তবে সে সব অবস্থায় তার স্ত্রীকে সবসময় সমর্থন করে। সমরেশ খুব সাধারণ একটা মানুষ। এই সিরিজ়ের সব কটা চরিত্রই খবু সাধারণ ও স্বাভাবিক। দময়ন্তীও পেশাদার গোয়েন্দা নয়। সে ইতিহাসের অধ্যাপিকা। ঘটনাচক্রে সে একটা অপরাধের তদেন্ত জড়িয়ে পড়ে। তদন্তে সমরেশেরও অবদান আছে। এমনকি দময়ন্তীর জন্য সে মারামারি করতেও পিছপা হয় না,” জানালেন ইন্দ্রাশিস।

হইচই ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘দময়ন্তী’।

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *