পৌরহিত্যে নারীর অধিকার, মুক্তি পেল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র ট্রেলার

কলকাতা: শবরী পেশায় কলেজ শিক্ষিকা। শিক্ষকতার পাশাপাশি বিভিন্ন পুজো, সামাজিক অনুষ্ঠানে পৌরোহিত্যের কাজও করে থাকে সে। একদিন বিক্রমাদিত্যের সঙ্গে আলাপ হয় শবরীর। কিন্তু তার এই বিশেষ কাজের জায়গাটা বুঝতে পারে না বিক্রম। বিয়ের পরে থেকেই শুরু হয় নানা সমস্যা। শবরী কীভাবে এই সমস্ত সমস্যাকে কাটিয়ে ওঠে ও নিজের সংসারে ঘটে চলা নানা কুসংস্কারের মোকাবিলা করে, তাই নিয়েই পরিচালক অরিত্র মুখোপাধ্যায় নিয়ে আসছেন তাঁর প্রথম ছবি ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’। ছবিতে শবরী ও বিক্রমের ভূমিকায় অভিনয় করেছেন ঋতাভরী চক্রবর্তী ও সোহম মজুমদার। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন সোমা চক্রবর্তী, শুভাশিস মুখোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য ও মানসী সিনহা। ছবির কাহিনীকার জিনিয়া সেন। গতকাল শহরে এক অনুষ্ঠানে মুক্তি পেল ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’র ট্রেলার। 

অরিত্রর ছবির অনুপ্রেরণা নন্দিনী ভৌমিক। বছর দশেক আগে প্রবল বাধার মাঝে পৌরহিত্যের কাজ শুরু করেন পেশায় অধ্যাপক নন্দিনী। তাঁর কলেজের শিক্ষিকা গৌরী ধর্মপালের থেকে কাজটা শিখেছিলেন তিনি। “আমি আর আমার বন্ধু রুমা রায় একসঙ্গে শুরু করেছিলাম,” বললেন নন্দিনী। “এখন বহু মানুষ বুঝছেন, ডাকছেন আমাদের। তবে এটা আমাদের পেশা নয়, একটা খুব ভালো লাগার কাজ বলা যায়। আমরা মেয়েরা যারা এই কাজটা করছি, তারা সকলেই সংস্কৃত পড়াই। সকলেরই একটা পেশার জগৎ রয়েছে। তার সঙ্গে আমরা এটাও করি। শাস্ত্রে কোথাও লেখা নেই যে মেয়েরা পুজো করতে পারবে না।”

বাড়ির পুজো তো বটেই, আজকাল বিবাহ থেকে অন্নপ্রাশন, পৌরহিত্যের জন্য সর্বত্র ডাক পড়ে নন্দিনীদের।

আরও পড়ুন: তিন মূর্তি ও পায়ের তলায় সরষে

এরকম একটা বিষয় নিয়ে ছবি করার কথা মাথায় এল কী করে? “গতবছর সারাদিন উপোস করে পুজোর সমস্ত কাজ করার পরেও জিনিয়ার বাড়িতে ওকে পুজো করতে দেননি পুরোহিত। এই ঘটনাটা জিনিয়া আমাকে বলে। সেই খারাপ লাগাটা থেকেই ছবির গল্পটা মাথায় আসে। নন্দিনীদিকে আমি আগে থেকেই চিনতাম। আমরা ওনার কাছে যাই,” বললেন অরিত্র। তবে বিষয়টা গম্ভীর হলেও, মজার মোড়কেই এগোবে ছবিটি।

ঋতাভরী নিজে কী ভাবেছন তাঁর অভিনীত চরিত্রটি নিয়ে? “অনেক বছর আগে যখন আমার মা (শতরূপা সান্যাল) ছবি পরিচালনা করতে এলেন, তখন অনেক প্রযোজক তাঁকে ফিরিয়ে দিয়েছিলেন মেয়েরা ছবি পরিচালনা করতে পারবে না বলে,” বললেন ঋতাভরী। “সমাজের প্রচলিত নিয়মের বিরুদ্ধে গিয়ে মেয়েরা নতুন করে কিছু করতে চাইলে বাধা আসবেই। সেটা জানি বলেই বিশ্বাস করি এই অচলায়তনগুলো ভাঙা দরকার। যে বিশ্বাসগুলোর কোনও ভিত্তি নেই সেগুলোকে বয়ে চলার মানে হয় না। আর শুরুটা তো কোনও একজনকেই করতে হয়।”

আরও পড়ুন: পাকদণ্ডীর পথে পথে দেওরিয়াতাল

পাশে থাকা মানে শুধুই যে কথার কথা নয়, বিক্রম চরিত্রটির মধ্য দিয়ে সেটাই বোঝাবেন সোহম। “সত্যি-সত্যি কীভাবে একজনের পাশে থেকে তাকে সাহস ও সমর্থন দেওয়া যায় সেটাই দেখা যাবে বিক্রমের মধ্য দিয়ে,” জানালেন সোহম।

ছবির সংলাপ লিখেছেন সম্রাজ্ঞী বন্দ্যোপাধ্যায়, সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায়।

৬ মার্চ মুক্তি পেতে চলেছে ‘ব্রহ্মা জানেন গোপন কম্মটি’।

 

Amazon Obhijaan



Like
Like Love Haha Wow Sad Angry

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *